এই উপজেলার যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। কুমিল্লা জেলা শহরের অতি নিকটবর্তী ও পাকা রাস্তায় যোগাযোগের সুবিধার কারণে উপজেলার বেশীরভাগ মানুষ কুমিল্লা শহরে বসবাস করে। গোমতী নদী দ্বারা এ উপজেলাটি দু’টি ভাগে বিভক্ত। গোমতী নদীর পশ্চিম পার্শ্বে ০৩টি ইউনিয়ন (ময়নামতি, মোকাম ও ভারেল্লা) এবং গোমতী নদীর উত্তর পূর্ব পার্শ্বে বাকী ০৫টি ইউনিয়ন (রাজাপুর, বাকশীমূল, বুড়িচং সদর, ষোলনল, পীরাত্রাপুর) অবস্থিত। বুড়িচং উপজেলার পাশ দিয়ে ঢাকা-চট্টগ্রাম ও কুমিল্লা-সিলেট মহাসড়ক অবস্থিত।
ভাড়াঃ
শাসনগাছা বাসট্যান্ড থেকে বুড়িচং বাস ভাড়া ১৫-২০ টাকা ।
শাসনগাছা বাসট্যান্ড থেকে সিএনজি ভাড়া ৩০ টাকা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS